৫ আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও রাস্তায় নামতে হবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০১:০৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০১:০৯
ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁওয়ে এক জনসভায় অংশ নেওয়া মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান? তাহলে ৫ আগস্ট যেমন রাস্তায় নেমেছিলেন, আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। ভোটের অধিকার, ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায়বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে।
সদর উপজেলা বিএনপি শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ জনসভা আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ধ্বংস করেছেন। অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। পুলিশকে নিজস্ব বাহিনী হিসেবে নিজের প্রয়োজনে ব্যবহার করেছেন। তাঁর অপকর্ম সারাদিন বলেও শেষ হবে না।
তিনি আরও বলেন, দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। প্রয়োজনে দখলদারদের পুলিশের কাছে সোপর্দ করতে হবে। সাধারণ মানুষ সংস্কার বোঝে না। তারা বোঝে ‘আমি যেন আমার ভোটটা দিতে পারি’। আমরা সবার ভোটাধিকার নিশ্চিত করে দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব।
বিএনপি মহাসচিব বলেন, আমরা ভোট চাচ্ছি এ জন্য, ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক সংসদে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন। আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন।
সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহসভাপতি আল মামুন আলম প্রমুখ।
- বিষয় :
- বিএনপি
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ভোট
- আন্দোলন