ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

ভারতে সাজা খেটে ফিরল ২৫ শিশু

ভারতে সাজা খেটে ফিরল ২৫ শিশু

ফাইল ছবি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ | ০২:০৬

ভারতে পাচার হওয়া ২৫ বাংলাদেশি শিশুকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রহণ করে। ফেরত আসা ১৭ ছেলে ও আট মেয়ে শিশুর বাড়ি দেশের বিভিন্ন জেলায়। এ সময় উপস্থিত ছিলেন ভারতে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মারেক হাসান, পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশে পক্ষে উপস্থিত ছিলেন শার্শার ইউএনও কাজী নাফিজ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমীন ও এনজিও প্রতিনিধিরা।  

মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের প্রোগ্রাম অফিসার মোহিত কুমার জানান, কাজের প্রলোভনে দালালরা মায়েদের সঙ্গে তাদের ভারতে পাচার করে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ ও পুনে পুলিশ তাদের আটক করে। আদালত বিভিন্ন মেয়াদে মায়েদের সাজা দিয়ে কারাগারে পাঠায়। তবে শিশুদের ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের হেফাজতে নিয়ে শেল্টার হোমে রাখে।

দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর অঞ্চলের প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ফেরত আসা শিশুদের স্বজনের কাছে পৌঁছে দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম আহমেদ বলেন, ২৫ শিশুকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। থানা থেকে দুটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।


 

আরও পড়ুন

×