ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

চেয়ারম্যান-মেম্বারের বিরোধ

গ্রামে পোড়া বাড়ি দেখতে গিয়ে হামলা-সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

গ্রামে পোড়া বাড়ি দেখতে গিয়ে হামলা-সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

নিহত ইউপি সদস্য আকতার শিকদার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২:১৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৪:০৩

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষে খুনের চর গ্রামের মতি শিকদারের ছেলে ইউপি সদস্য আকতার হোসেন (৪০) ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে শরীয়তপুর পলিটেকনিক কলেজের শিক্ষার্থী মারুফ শিকদারের (১৮) মৃত্যু হয়। পরে সিরাজুল শিকদার নামে আরেকজন মারা যান। এছাড়া আহত হয়েছে অন্তত ১০ জন। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। 

জানা গেছে, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে সুমন চেয়ারম্যানের লোকজন আকতার মেম্বারের ঘর জ্বালিয়ে দেয়। শুক্রবার সকাল ৮টার দিকে ঘর দেখতে গ্রামে যান ইউপি সদস্য আকতার। এ সময় সুমন চেয়ারম্যানের লোকজন হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 
 

আরও পড়ুন

×