ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জাহাজে সাত খুন

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকরা

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ক্ষতিপূরণ দাবি

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান শ্রমিকরা

চট্টগ্রাম নগরীর সদরঘাটের আনুমাঝির ঘাটে পন্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট (ছবি-মো. রাশেদ)

চাঁদপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৫:২৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৫:৪৮

চাঁদপুরে জাহাজে সাত খুনের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে সারাদেশের মতো চট্টগ্রাম ও চাঁদপুরসহ বিভিন্ন জায়গায় কর্মবিরতি পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। 

এদিকে হত্যার ঘটনার পর চাঁদপুর নৌ রুটে সব ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানিয়েছেন নৌ শ্রমিকরা। জাহাজে যারা হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। 

এর আগে বৃহস্পতিবার শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যৌথ বিবৃতিতে লাগাতার নৌযান কর্মবিরতির আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদপুরের হাইমচরের মাঝেরচর এলাকায় এমভি আল-বাখেরা জাহাজে ৭ জন শ্রমিক নিহতের ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা, সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ায় ২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করবে। 

চাঁদপুরে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি

এ ব্যাপারে শাহ আলম বলেন, ‘আকাশ মণ্ডল এমভি আল–বাখেরা জাহাজের আট স্টাফকে ঠান্ডা মাথায় যেভাবে কুপিয়েছেন এবং বিশাল একটি জাহাজ একাই চালিয়েছেন, এটা আদৌ সম্ভব না। এটা তার একার কাজ হতে পারে না। আকাশ মণ্ডলের মাত্র এক মাসের বেতন বকেয়া ছিল। সামান্য বকেয়ার জন্য এই ঘটনা বোধগম্য নয়। আমরা এ ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এর সঙ্গে অন্য কারা ছিল তার সঠিক তদন্ত দাবি করছি। এ ছাড়া আমরা আমাদের সারাদেশে ১০ হাজার ছোট–বড় পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তাও দাবি করছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দাবি করছি।’

সোমবার এমভি আল-বাখেরা জাহাজ থেকে পাঁচজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। আর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে চাঁদপুরের হাইমচর থানায় মামলা করেছে।

মঙ্গলবার রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‍্যাব-১১ ও ৬-এর যৌথ অভিযানে বাগেরহাটের চিতলমারী এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ওই জাহাজের লস্কর আকাশ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে কুমিল্লা নগরের শাকতলা এলাকায় র‍্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে ব্রিফিং করে ঘটনার বিস্তারিতে তুলে ধরা হয়। বিকেলে চাঁদপুরে নৌ পুলিশের কাছে আকাশকে হস্তান্তর করে র‍্যাব। আকাশ মণ্ডল বর্তমানে সাত দিনের রিমান্ডে আছেন। তার কাছ থেকে ঘটনার তথ্য বের করার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।

আরও পড়ুন

×