অন্তর্বর্তী সরকারকে রিজভী
জনপ্রত্যাশার বাইরে কাজ করলে দেশের মানুষ মানবে না

রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রাজশাহী ব্যুরো ও রংপুর অফিস
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ০২:১২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ | ০৮:০০
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেকেই সমর্থন দিয়েছে ড. ইউনূসকে। কিন্তু আমাদের বক্তব্য একটি, জনপ্রত্যাশা-জনআকাঙ্ক্ষার বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে দেশের মানুষ মেনে নেবে না।
গতকাল শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভারত শেখ হাসিনার সব খুন গুমের সাথী বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘বিরোধী দলকে নিশ্চিহ্ন করা, কথা বলার অধিকার খর্ব, গণতন্ত্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করা, নির্বাচন, পার্লামেন্ট, নির্বাচন কমিশন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নস্যাতের যে অপচেষ্টা গত ১৫ বছর শেখ হাসিনা চালিয়েছে, তার সঙ্গে ভারত জড়িত ছিল।’
আনুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রস্তাবের বিরোধিতা করে রিজভী বলেন, ‘কেউ কেউ বলছেন আনুপাতিক হারে নির্বাচন। কেন? আনুপাতিক নির্বাচন কীসের জন্য? এটা কি তৃণমূলের মানুষ বোঝে? যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, যাদের ভোটের সংখ্যা বেশি নয়, তারা এটা একটা কৌশল হিসেবে নিয়েছে। এটা দেশের মানুষ মেনে নেবে না।’
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা সেলিম রেজা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ওলামা দলের জেলার আহ্বায়ক তাজ উদ্দিন খান।
এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে গতকাল তাঁর স্বজনদের সঙ্গে দেখা করেন রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সচিবালয়ে আগ্নিকাণ্ড কঠিন ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। শেখ হাসিনা সরকারের একজন মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছেন। সচিবালয়ে যেসব ফাইল পুরো পুড়ে গেছে, তার মধ্যে ওই মুখ্য সচিবের পাচারের তথ্যের ফাইলটিও ছিল। এ ছাড়া অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।’
নিহত নয়নের পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। এর আগে সকালে আটপুনিয়া গ্রামে নয়নের বাড়িতে তাঁর কবর জিয়ারত করেন তিনি।
- বিষয় :
- রাজশাহী
- রংপুর
- বিএনপি
- রিজভী
- অন্তবর্তীকালীন সরকার