ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

ফুটবল খেলতে গিয়ে ব্রহ্মপুত্রে প্রাণ গেল তিন ভাইয়ের

ফুটবল খেলতে গিয়ে ব্রহ্মপুত্রে প্রাণ গেল তিন ভাইয়ের

আফিফ আহম্মেদ, ইয়ামিন আহম্মেদ রাহী, রোশান আহম্মেদ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ০০:২৩

বিদ্যালয় বন্ধ, তাই নানাবাড়িতে বেড়াতে আসে কিশোর রোশান। দুই মামাতো ভাই আফিফ, রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ছুটে যায় ব্রহ্মপুত্রপাড়ে। মেতে ওঠে ফুটবল খেলায়। খেলা শেষে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ডুবে যায় পাঁচ কিশোর। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। দু’জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন স্থানীয়রা।
গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে জামালপুর পৌর শহরের ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অবৈধভাবে বালু তোলায় নদের যত্রতত্র বিপজ্জনক গর্ত হয়ে গেছে। এই গর্তে ডুবেই মারা গেছে তিন কিশোর। 
নিহতরা হলো জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র আফিফ আহম্মেদ, ইয়ামিন আহম্মেদ রাহী ও ঢাকার প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র রোশান আহম্মেদ। 
স্বজনরা জানান, স্কুল ছুটি থাকায় নানাবাড়িতে বেড়াতে আসে রোশান। দুপুরে মামাতো ভাই আফিফ, রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায় সে। খেলা শেষে নদে গোসল করতে নেমে ডুবে মারা যায় তিন কিশোর।
মনিরা বেগম নামে এক স্বজন বলেন, শীতের এই সময় নদীতে হাঁটুপানি থাকে। কোথাও বেশি পানি থাকে না। এই ভেবে ছেলেরা পানিতে নেমেছিল গোসল করতে। কিন্তু ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি চক্র। খননযন্ত্র দিয়ে যত্রতত্র বালু তোলায় ঝুঁকিপূর্ণ গর্ত তৈরি হয়েছে। এই গর্তে ডুবেই মারা গেছে তিন কিশোর।
গোলাম মোস্তফা নামে একজন জানান, ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলনের হিড়িক পড়ে গেছে। যে যেভাবে পারছে বালু তুলছে। তাই নদীতে কোথায় হাঁটুপানি আর কোথায় ৭০-৮০ ফুট গর্ত, তা বোঝা যায় না। এই বালু উত্তোলনের গর্তে পড়েই তিনজনকে প্রাণ দিতে হলো।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সিদ্দিকুর রহমানের ভাষ্য, প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তিন কিশোরের লাশ উদ্ধার করা হয়।
ইউএনও জিন্নাত শহীদ পিংকি জানান, তিন কিশোরের মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এ ছাড়া তিনি তিনটি পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন।

আরও পড়ুন

×