মাকে বেঁধে তরুণী ধর্ষণ, দুই আসামি রিমান্ডে

ছবি: প্রতীকী
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ০১:৩১
লক্ষ্মীপুরের কমলনগরে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করলে শনিবার পুলিশ তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।
দুই আসামি হলো পশ্চিম চরকলাকোপা এলাকার মো. রনি (২১) ও চরকাদিরা এলাকার মো. আশ্রাফ (১৯)। বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, তরুণীকে ধর্ষণের ঘটনায় তাঁর বাবার মামলায় পুলিশ প্রধান আসামি রনিসহ দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিন মঞ্জুর করেছেন।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে দুই আসামিকে কারাগারে পাঠানো হবে। অন্য আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, বাড়িতে পুরুষ সদস্য না থাকার সুযোগে ৯ ডিসেম্বর রাতে ভুক্তভোগী তরুণীর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে কয়েকজন। পরে মায়ের হাত ও মুখ বেঁধে তরুণীকে ধর্ষণ করা হয়। একপর্যায়ে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- ধর্ষণ
- রিমান্ড