মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘আ.লীগ আবার ফিরবে, জয় বাংলা’

ছবি: সমকাল
ফেনী সংবাদদাতা
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৯:১০
ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ আবারও ফিরবে, জয় বাংলা। এই লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আজ সোমবার দুপুর আড়াটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা এমন একটি লেখা দেখা যায়। এটি দেখার পরেই স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও ছাত্র-জনতা বড় মসজিদের সামনে অবস্থান নেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জমির হোসেন নামে এক অপারেটরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পরে ঘটনাস্থলে আসেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, জেলা শহর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আনম আবদুর রহিমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। পরে সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন তারা।
মুসল্লিরা বলেন, আকস্মিক নামাজের সময়সূচির জন্য লাগানো ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে এ লেখা দেখতে পান। একটি গোষ্ঠী ধর্মীয় বিশৃঙ্খলা তৈরি করতে এ ষড়যন্ত্র করেছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের তারা শাস্তি চান।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা এখনো বিশৃঙ্খলার পাঁয়তারা করছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন তারা ধর্মীয় বিশৃঙ্খলা তৈরির অপতৎপরতা শুরু করেছে। জনগণ আর কখনোই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এ বাংলার মাটিতে জায়গা দেবে না।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সচেষ্ট রয়েছি।
- বিষয় :
- ফেনী
- আওয়ামী লীগ
- জয় বাংলা
- বিএনপি