রাঙামাটিতে বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যরা

ফাইল ছবি
রাঙামাটি অফিস
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪ | ০২:০৭
রাঙামাটিতে সোমবার বিভিন্ন পেশাজীবি প্রতিনিধি দলের সাথে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে মতবিনিময় সভা করতে আসা সংস্কার কমিশনের সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্রদের তোপের মুখে পড়েন। স্থানীয় জনপ্রতিনিধি এবং আঞ্চলিক সংগঠনের ব্যক্তিদের আমন্ত্রণ না জানিয়ে গুটিকয়েক রাজনীতিক ও এনজিও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করতে চান এ অভিযোগ এনে ছাত্ররা বিক্ষোভ করেন ও কমিশনের সদস্যদের মতবিনিময় সভা কক্ষে ঢুকতে বাঁধা দেন। পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সন্মেলন কক্ষে স্থানীয় সরকার সংস্কার বিষয়ে মতবিনিময় সভা ডাকা হয়। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা সন্মেলন কক্ষে ঢুকতে চাইলে রাঙামাটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী জেলা প্রশাসন কার্যালয় ভবনে প্রবেশের মূল ফটকে বাঁধা দেয়। এসময় শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বিক্ষোভ করলে কমিশনের সদস্যরা ওই স্থান ত্যাগ করে কার্যালয়ের অন্যদিকে প্রবেশ করেন। এক পর্যায়ে জেলা প্রশাসক ছাত্রদের সাথে আলোচনা করার পর ও মতবিনিময় সভায় ছাত্র প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তোফায়েল আহমেদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইটিসি) নাসরিন সুলতানা, চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য আব্দুর রহমান, ড.ফেরদৌস আরফিনা ওসমান, ইলিরা দেওয়ান,দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।
মতবিনিময় সভায় অংশিজনরা বলেন,সমতল থেকে পাহাড়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আলাদা। এ অঞ্চলে ১৯০০ সালের শাসনবিধি ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলাদা আইন দ্বারা পরিচালিত। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হলে এসব আইনের সাথে সামঞ্জ্য রাখতে হবে। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোকে ঢেলে সাজিয়ে বিকেন্দ্রিকরণ করতে হবে।
- বিষয় :
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন