‘দেশরক্ষার প্রয়োজনে জীবন দেবে, তবু এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না’

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪ | ১৪:২৯ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ | ১৫:৩৩
সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিকদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে; তবু দেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না।
আজ মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি বিশ্বাস করতে চাই যে, তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। জেনে রাখবা, তোমাদের দেওয়া নিশ্ছিদ্র নিরাপত্তাই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে। তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।
মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশে শঙ্কার কোনো কারণ নেই। বর্ডার আমাদের নিয়ন্ত্রণে। আরাকান আর্মি আমাদের অপজিট জায়গাগুলো দখল করে নিয়েছে। এখন আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের সঙ্গেও আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। এখন যদি মিয়ানমার সরকারের সঙ্গে পতাকা বৈঠক করতে হয়, তার কোনো জায়গাও নেই। কারণ, তারা সীমান্তে আসতে পারছে না। আমাদের সেন্টমার্টিনে যেতে হলে নাফ নদী ব্যবহার করতে হয়।
জাহাঙ্গীর আলম বলেন, বিজিবি কোস্টগার্ড তাদের কিন্তু যেতে বাধা দেয় না। কিন্তু আমাদের যে বড় জাহাজগুলো আসে, সেগুলো বাধা দেয়।
সীমান্ত হত্যা নিয়ে তিনি বলেছেন, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আসছে না। সীমান্ত হত্যা বন্ধের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। পরপর যে দুটি ঘটনা হয়েছে; খাসিয়া নিয়ে ঘটনা। এ পারেও খাসিয়া আছে, ওপারে খাসিয়া আছে। তাদের আসা যাওয়া নিয়ে তাদের মধ্যে শত্রুতা রয়েছে এ নিয়ে ঘটনা ঘটে।