৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
চট্টগ্রামে দুদকের দুই মামলা, আসামি ১৭ ব্যাংকারসহ ২৫ জন

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪ | ২১:৪৪
চট্টগ্রামে দুই ব্যাংকের মোট ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক আতিকুল আলম বাদী হয়ে মামলা দুটি করেন।
তিনি জানান, চট্টগ্রামে প্রাইম ব্যাংকের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ম্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ১১ ব্যাংকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর বন্ড সুবিধার নামে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ২২ কোটি আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে নর্ম আউটফিট অ্যান্ড অ্যাক্সেসরিজের এমডিসহ ১৩ জনের বিরুদ্ধে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার নামে পরস্পর যোগসাজসে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় পৃথক মামলা দুটি করা হয়। এ দুই মামলার আসামির তালিকায় রয়েছেন ১৭ ব্যাক কর্মকর্তা।
১১ কোটি টাকা আত্মসাতের মামলার আসামিরা হলেন– ম্যাক গ্রুপের এমডি জয়নাল আবেদীন, প্রাইম ব্যাংকের সাবেক এমডি নাসিরুদ্দিন আহমেদ, সাবেক ডিএমডি মাহবুবুল আলম, সাবেক এসএভিপি জামিল হুসাইন, সাবেক এফএভিপি তোফায়েল আহমেদ, সাবেক ডিএমডি সৈয়দ মাহবুবুর রহমান, সাবেক এসইভিপি মেহমুদ হুসাইন, এসভিপি জহিরুল আলম, সাবেক এসএভিপি আব্দুল হাই, সাবেক এক্সিকিউটিভ অফিসার রেজা হায়দার, সাবেক প্রিন্সিপাল অফিসার সুলতান আলাউদ্দিন এবং সাবেক এভিপি ইকবাল হায়দার।
অভিযোগপত্রে বলা হয়েছে, ম্যাক গ্রুপ সিভিল কনস্ট্র্যাকটর, শিপ ব্রেকার, শস্য আমদানিকারক, টাওয়ার ও কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের নামে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত চট্টগ্রাম নগরের প্রাইম ব্যাংক আগ্রাবাদ শাখায় ঋণ নিয়ে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করা হয়েছে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ করা মামলার আসামিরা হলেন– নর্ম আউটফিট অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডের এমডি নাজমুল আবেদীন, তার স্ত্রী সোহেলা আবেদীন, তাঁর বাবা এ কে এম জাহিদ হোসেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এসইভিপি সৈয়দ মাহবুবুল হক, ম্যানেজার (অপারেশন) প্রদ্যুত বিকাশ চৌধুরী, প্রিন্সিপাল অফিসার ওআর নিজাম রোড শাখার জাকের হোসেন জুয়েল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তনুশ্রী মিত্র, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আজিম উদ্দিন, সাবেক ডিএমডি মুখতার হোসেন, সাবেক রাজস্ব কর্মকর্তা (কাস্টমস বন্ড কমিশনারেট) মোহাম্মদ বিল্লাল হোসনে চৌধুরী, সাবেক রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া, নায়েবুল ইসলাম ও আবু তাহের খান। ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে ব্যাংকটির আগ্রাবাদ শাখায় এ অনিয়ম হয় বলে এজাহারে উল্লেখ করেছে দুদক।
- বিষয় :
- চট্টগ্রাম
- দুদক মামলা
- ব্যাংক