ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

কক্সবাজারকে পর্যটকের হাতের মুঠোয় আনল ‘ভ্রমণিকা’ অ্যাপ

কক্সবাজারকে পর্যটকের হাতের মুঠোয় আনল ‘ভ্রমণিকা’ অ্যাপ

লোগো

 কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০৩:৩৪

পর্যটন নগরী কক্সবাজারে প্রতিবছর লাখ লাখ পর্যটক ভ্রমণ করেন। তাদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। কক্সবাজার জেলাবাসী ও পর্যটকদের জন্য ইংরেজি নববর্ষের উপহার হিসেবে ‘ভ্রমণিকা’ অ্যাপ তৈরি করা হয়েছে। গতকাল বুধবার নতুন বছরের প্রথম দিনে চালু হয়েছে এ অ্যাপ। 

জেলা প্রশাসন বলছেন, পর্যটকদের ‘পার্সোনাল ট্রাভেল গাইড’ হিসেবে তৈরি হয়েছে ভ্রমণিকা অ্যাপ। এই অ্যাপে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায় রয়েছে। সাগর পাড়ের এ নগরী ভ্রমণের পরিকল্পনায় প্রথমেই পর্যটকরা খোঁজ করেন আবাসন। কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্টের তথ্য এ অ্যাপে সন্নিবেশিত রয়েছে। একজন পর্যটক কক্সবাজারের যে স্পট বা সৈকতের কাছাকাছি থাকতে চান, সেই অনুযায়ী সহজেই হোটেল, মোটেল, রিসোর্ট খুঁজে নিতে পারবেন। পর্যায়ক্রমে সব হোটেল-মোটেলের তথ্য অ্যাপে যুক্ত করা হচ্ছে। ভ্রমণে এসে পর্যটকরা কোন কোন স্পটে কীভাবে কখন যেতে পারেন, কী কী দেখার আছে, কী ধরনের রেস্টুরেন্ট আছে, কী কী রাইড বা কার্যক্রম চলছে– এসব তথ্য পাওয়া যাবে ভ্রমণিকায়। প্রতিটি স্পটের দূরত্ব, গুগল ম্যাপ নির্দেশনা এবং প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেওয়া রয়েছে পর্যটকদের জন্য।

পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্বাভাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা রাখা হয়েছে অ্যাপে। সৈকতের বিপজ্জনক পয়েন্টের তথ্যও দেওয়া হয়েছে এখানে। এ ছাড়া যে কোনো জরুরি মুহূর্তে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, ট্যুরিস্ট পুলিশ, চিকিৎসক ও বিচ ভলান্টিয়ারদের ফোন নম্বর পাওয়া যাবে। লাইফগার্ড সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ফোন নম্বরও দেওয়া হয়েছে। এমনকি এ অ্যাপ থেকে সরাসরি কল করার ব্যবস্থাও আছে। সৈকত ভ্রমণকালে ঘোড়ায় চড়া, বিচ বাইক রাইড, জেটস্কি রাইড, লকার সার্ভিস, ফটোগ্রাফিসহ যে কোনো সেবা কোথায় এবং কখন পাওয়া যাবে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে এই অ্যাপে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, জেলা প্রশাসন চেয়েছে এমন একটি অ্যাপ, যেটি পর্যটকদের জন্য ওয়ানস্টপ সার্ভিসের দরজা উন্মুক্ত করবে। ভ্রমণিকা অ্যাপের প্রথম সংস্করণে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত হয়েছে। 

জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পর্যটকরা মুহূর্তের মধ্যে অ্যাপ থেকে সব ধরনের সেবা পাবেন। এতে তাদের ভ্রমণ আরও নিরাপদ এবং আরামদায়ক হবে। গুগল প্লে স্টোর থেকে ‘ভ্রমণিকা’ অ্যাপ ডাউনলোড করা যাবে। শিগগিরই অ্যাপটির পূর্ণাঙ্গ ভার্সন আসবে।

আরও পড়ুন

×