নারায়ণগঞ্জে চার যুবককে ছুরিকাঘাত, একজন নিহত
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ ও ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০৪:০৯
বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনকালে নারায়ণগঞ্জে চার যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। এ ছাড়া ধামরাইয়ে এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পাগলায় বর্ষবরণ অনুষ্ঠানে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গত মঙ্গলবার রাতে পাগলা বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় (১৯) ফতুল্লার পাগলা বৌবাজার এলাকার মো. হাবিব মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। আহতরা হলেন ফতুল্লার পাগলা পশ্চিমপাড়া এলাকার সামসুল হকের ছেলে সানী (২০), আব্দুল হামিদের ছেলে হামিম (১৯) ও আপন (২০)।
স্থানীয়রা জানান, বর্ষবরণ উপলক্ষে পাগলা বৌবাজার এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন চার বন্ধু হৃদয়, সানী, হামিম ও আপন। অনুষ্ঠান চলাকালে একদল যুবক শত্রুতার জেরে চার বন্ধুকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। তাঁর অপর তিন বন্ধু চিকিৎসাধীন আছেন। তবে কী নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল, তা জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও অভিযোগ পাননি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করার চেষ্টা চলছে।
ঢাকার ধামরাইয়ে নববর্ষের অনুষ্ঠানে এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১২টার দিকে ধামরাইর রোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় আকাশ সরকারকে (২০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে এবং মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র।
জানা গেছে, ধামরাইর রোয়াইল গ্রামের স্বপন সরকারের বাড়িতে মঙ্গলবার রাতে নববর্ষের অনুষ্ঠানে যান আকাশ, তাঁর বন্ধু গৌর ঘোষ, বিজয় সূত্রধর, অমিত সরকার ও কালু সরকার। তারা অনুষ্ঠান উপভোগ করছিলেন। এ সময় হঠাৎ একটি গুলির শব্দ হওয়ার পর আকাশ মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্ত রাব্বি খান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।
- বিষয় :
- নারায়ণগঞ্জ