ভাসানচর থেকে পালানো ২০ রোহিঙ্গা আনোয়ারায় আটক
আটক রোহিঙ্গারা। ছবি-সমকাল
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ০৯:২২
নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা আরও ২০ রোহিঙ্গা নারী-পুরুষকে চট্টগ্রামের আনোয়ারা থেকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া বিচ থেকে তাদের ধরে সেনাবাহিনীর কাছে তুলে দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক বলেন, আটক রোহিঙ্গারা ইঞ্জিনচালিত নৌকায় করে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসে। বুধবার দুপুরে পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া বিচ এলাকার সাগর পাড়ে তাদের নামিয়ে দিয়ে নৌকাটি চলে যায়। তখন তাদের জামা কাপড় ভেজা দেখে সন্দেহ হওয়ায় পরিচয় জিজ্ঞাসা করা হয়। এসময় তারা স্বীকার করন যে তারা ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে। পরে খবর দিয়ে রোহিঙ্গাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
সেনাবাহিনী জানায়, দুপুরে ২০ রোহিঙ্গা নারী-পুরুষকে ধরে আমাদের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, রোহিঙ্গাদের থানায় হস্তান্তর করার কথা রয়েছে তবে এখনো আনা হয়নি।
এর আগে গত ১৯ ডিসেম্বর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার পথে আনোয়ারার পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডকে দেয় স্থানীয়রা।
- বিষয় :
- রোহিঙ্গা
- আটক
- সেনাবাহিনী
- পুলিশ
- ভাসানচর