ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

রাতে নিখোঁজ, সকালে যুবদল নেতার গলা কাটা মরদেহ উদ্ধার

রাতে নিখোঁজ, সকালে যুবদল নেতার গলা কাটা মরদেহ উদ্ধার

আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৩:২৩ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ১৩:৪৪

মেহেরপুরের গাংনীতে আলমগীর হোসেন নামের এক যুবদল নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছিল।

নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড যুবদল সভাপতি ও বাঁশবাড়িয়া উত্তরপাড়ার মঈন উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, রাইমতলা ইছাখালির মাঠে সহড়াবাড়িয়া গ্রামের কামরুল ইসলামের তামাকের জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে। 

নিহতের ছোট ভাই আল আমিন জানান, তার ভাই আলমগীর হোসেন রাত থেকে নিখোঁজ ছিলেন। ধারনা করা হচ্ছে, তাকে অপহরণ করার পর হত্যা করা হয়েছে। 

নিহতের স্বজনরা জানান, আলমগীর দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন। তিন মাস আগে তিনি দেশে আসেন। বিদেশ যাওয়ার আগে ঢাকায় থাকতেন তিনি।

আরও পড়ুন

×