ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবদল নেতার গলাকাটা লাশ

রাতে নিখোঁজ, সকালে মিলল যুবদল নেতার গলাকাটা লাশ

নিহত আলমগীর হোসেন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ১৯:০৮ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ১৯:১৩

মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালী সড়কের রাইমনতলা ইছাখালীর মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

আলমগীর গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি এবং বাঁশবাড়িয়া উত্তরপাড়ার মঈন উদ্দীনের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন। তিন মাস আগে বাড়িতে আসেন। তাঁর দুটি মেয়ে আছে।
এদিকে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। সেখানে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে হত্যার দাবি করা হয়েছে। 

গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম বলেন, গভীর রাত হলেও আলমগীর বাড়ি না ফেরায় তাঁর পরিবার তাদের জানায়। পরে যুবদল নেতাসহ স্বজন বিভিন্ন স্থানে খোঁজ করলেও তাঁকে পাওয়া যায়নি। সকালে রাইমনতলা ইছাখালীর মাঠের একটি তামাক ক্ষেতে আলমগীরের মরদেহ পাওয়া যায়।

আলমগীরের ছোট ভাই আল আমিন বলেন, ধারণা করছি, পরিকল্পিতভাবে ভাইকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। 

গাংনী থানার ওসি বনী ইসরাইল জানান, মরদেহের পাশে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তাতে অজ্ঞাতপরিচয় নারীর বরাতে লেখা রয়েছে, পাঁচ বছর ধরে বিয়েবহির্ভূত সম্পর্ক এবং শারীরিক সম্পর্কের পরও বিয়ে না করায় প্রতিশোধ হিসেবে তাঁকে হত্যা করা হয়েছে। তবে আসলে বিয়েবহির্ভূত সম্পর্কের কারণে, না হত্যার বিষয়টি ভিন্ন খাতে নিতে এ চিরকুট লেখা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ দাফন শেষে স্বজন মামলা করবেন বলে জানিয়েছেন। আশা করছেন, দ্রুতই জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।

এদিকে ২৪ ঘণ্টার মধ্যে আলমগীর হত্যার ক্লু উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও যুবদল। বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দাল হক ও গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা। উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, যুবদল নেতা আব্দুল গাফ্‌ফারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা। 

আরও পড়ুন

×