ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় যুবদলের সভা নিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

কুমিল্লায় যুবদলের সভা নিয়ে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন

বিএনপির দু’পক্ষের সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ২২:৪৯

কুমিল্লায় যুবদলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলা সদরে স্থানীয় বিএনপির কালাম-আজিম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে আহত হন উভয়পক্ষের অন্তত ১০-১২ জন।

জানা গেছে, কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির রাজনীতি দুটি গ্রুপে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম এবং অপর পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম। দীর্ঘদিন ধরে পৃথকভাবেই সাংগঠনিক কাজ করে আসছেন উভয় পক্ষের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার বিকেলে মনোহরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে আবুল কালাম সমর্থিত যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক সভার আয়োজন করেন। এতে যোগ দিতে যায় কুমিল্লা জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম। সভা শুরু হলে বিএনপির আজিম সমর্থিত নেতাকর্মীরা বাইরে শোডাউন এবং মিছিল করেন। এক পর্যায়ে কালাম গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা চারটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু সমকালকে বলেন, ‘আমাদের টিম সেখানে গিয়েছিল। কলেজ মিলনায়তনে ছিল যুবদলের সাংগঠনিক সভা। কিন্তু বাইরে বিএনপির কিছু নেতাকর্মী ঝামেলা করলেও ভেতরে সভায় কোনো প্রভাব পড়েনি।’

এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা আজিম ও আবুল কালামের মোবাইল ফোনে কল করা হলেও সাড়া দেননি। তবে যুবদলের সাবেক আহ্বায়ক ও ডাকসুর সাবেক সদস্য রশিদ আহমেদ হোসানী বলেন, কালাম গ্রুপ ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে একতরফা সাংগঠনিক সভার আয়োজন করে। এ সময় আজিম গ্রুপের নেতাকর্মীরা বাধা দিলে কালাম গ্রুপ প্রথমে হামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের দুই পক্ষের বিরোধে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, যুবদলের সভাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


 

আরও পড়ুন

×