ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

খুলনায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

খুলনায় তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯

আহত শিক্ষার্থীরা। ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ২৩:৩১

খুলনায় তুচ্ছ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পী অভিযোগ করে বলেন, নগরীর জিয়া হলের ভেতরে বালুর মাঠে আমরা আড্ডা দিচ্ছিলাম। এর মধ্যে ১০-১২ জন দুর্বৃত্ত আমার বাইকের পেছনে থাকা হাজী মহসীন কলেজের ছাত্র নাজমুলকে এলোপাতাড়ি মারতে থাকে। তারা আমাকে মারতে উদ্ধত হয়। এ সময় আমাকে বাঁচাতে কয়েকজন ছাত্রী বোন এলে তাদের ওপরও হামলা করে। আমরা ৮ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছি। 

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন আহত অপর এক ছাত্র সাকিব রেজা। সরকারি সিটি কলেজের ছাত্র সাকিব বলেন, সাজেদুল ইসলাম বাপ্পী বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ ছাত্রদের বাদ দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অছাত্রদের নিয়ে যায়। বৃহস্পতিবার সমাজসেবা অফিসে বিষয়টি নিয়ে আমার সঙ্গে তার তর্ক হয়। আমি সেখান থেকে শিববাড়ি মোড়ে পৌঁছালে বাপ্পী দলবল নিয়ে এসে আমার ওপর চড়াও হয়। এ সময় নাজমুল নামে একটি ছেলে ইট দিয়ে আমার হাতে কয়েকবার আঘাত করে, কয়েকটি মেয়ে নখ দিয়ে আমার হাতে ক্ষত করে ফেলে। পরে আমার বন্ধুরা আমাকে উদ্ধার করতে এলে তাদেরও মারধর করা হয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ৯-১০ ওয়ার্ডে গিয়ে তিনজন শিক্ষার্থীকে ভর্তি থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজনকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। 

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. কনক হোসেন বলেন, ভর্তি শিক্ষার্থীরা কেউ গুরুতর আহত নন। সাধারণ প্যানিক অ্যাটাক হলে নারীদের শ্বাসকষ্ট হয়ে থাকে। 

আরও পড়ুন

×