রায়গঞ্জে স্বর্ণ-রৌপ্যসহ চোর আটক
আটক জান্নাতুল ফেরদৌস হাসান।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৯:৩৫ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৯:৩৬
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪ ভরি স্বর্ণ, ২ ভরি রুপাসহ জান্নাতুল ফেরদৌস হাসান নামে এক চোরকে আটক করেছে থানা পুলিশ। শনিবার ভোরে পাঙ্গাসী বাজারে এ ঘটনা ঘটে। আটক হাসান উপজেলার বৃহ্মগাছা ইউনিয়নের বারইভাগ (নয়াপাড়া) গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পাঙ্গাসী বাজার এলাকায় রাত্রিকালীন চেকপোস্ট পরিচালনার সময় দুই ব্যক্তিকে দাঁড়ানোর সংকেত দেয় তারা। এক ব্যক্তি পালিয়ে গেলেও জান্নাতুল ফেরদৌস হাসানকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের হার, এক জোড়া কানের গহনা, দুই রকমের দুটি কানের দুল, একটি ব্রেসলেট, একটি আংটিসহ ৪ ভরি চার আনা সোনা ও ২ ভরি ওজনের একটি রুপার চেইন জব্দ করা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে এই উপজেলায় চুরির সংখ্যা বেড়ে গেছে। এই চোরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চোর চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। আটককৃত জান্নাতুল ফেরদৌস হাসানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।