ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

মধুখালীতে সাংবাদিকের মা-বাবাকে কুপিয়ে জখম, আটক ১ 

মধুখালীতে সাংবাদিকের মা-বাবাকে কুপিয়ে জখম, আটক ১ 

ফাইল ছবি

ফরিদপুর অফিস 

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৯:৩৫

ফরিদপুরের মধুখালীতে সৌগত বসু নামে এক সাংবাদিকের বাবা বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু ও মা কাকলী বসুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের গৃহকর্মী প্রীতি মালোকেও পিটিয়ে আহত করা হয়। সাংবাদিক সৌগত বসু আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তিনি ঢাকায় কর্মরত রয়েছেন। 

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা সদর হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই একই এলাকার পরিমল রায়ের ছেলে পল্লব রায়কে (১৭) আটক করেছে পুলিশ। 

ডুমাইন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জীবন কুমার মণ্ডল জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত সাংবাদিক সৌগত বসুর গ্রামের বাড়িতে প্রবেশ করে। রাতে হঠাৎ আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান। তারা গিয়ে দেখেন, শ্যামলেন্দু ও তাঁর স্ত্রীকে কুপিয়ে এবং গৃহকর্মীকে মারধর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই বাড়িতে চুরি করতে ঢুকেছিল।

সাংবাদিক সৌগত বসু বলেন, বাবা-মা ছাড়া বাড়িতে কেউ থাকে না। অসুস্থ মাকে দেখাশোনা করত প্রীতি নামের একটি মেয়ে। গ্রামে কারও সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক অর্ণব জানান, শ্যামলেন্দু বসুর মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর মাথার হাড় ভেঙে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদের আঘাত গুরুতর নয়।
 
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান জানান, এটা মূলত চুরির ঘটনা। দেখে ফেলায় চোররা পরিবারের লোকজনের ওপর হামলা করে পালিয়ে যায়। রাতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

×