ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ইবিতে গুচ্ছ ছাড়ার দাবিতে প্রশাসন ভবনে তালা

ইবিতে গুচ্ছ ছাড়ার দাবিতে প্রশাসন ভবনে তালা

ছবি:সমকাল

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ২০:৫৩

গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার দেড় ঘণ্টার বেশি ভবনটি তালাবদ্ধ করে রাখেন তারা। এ সময় উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অবরুদ্ধ ছিলেন।

পরে উপ-উপাচার্য এম এয়াকুব আলী শিক্ষার্থীদের রোববার বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে আন্দোলনকারীরা তালা খুলে দেন। উপ-উপাচার্য বলেন, রোববার দুপুর ৩টায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসবেন উপাচার্য। সবার সঙ্গে আলোচনা করে গুচ্ছে থাকা না থাকার সিদ্ধান্ত নেওয়া হবে।

গুচ্ছ পদ্ধতির বিড়ম্বনা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, গুচ্ছের কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। ইবিতেও স্বতন্ত্র পদ্ধতির ভর্তি পরীক্ষা চালুর জোর দাবি জানান তারা।

কুবি সংবাদদাতা জানান, গুচ্ছ পদ্ধতি ছাড়তে ও পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা। গতকাল শাখার সমন্বয়কদের পক্ষ থেকে দাবি না মানলে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুমকি দেওয়া হয়। একই দাবিতে স্মারকলিপি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রশিবির।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক পাবেল রানা বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষার সার্কুলার প্রকাশ করেছে। অথচ এখন নাটক করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে হবে। পোষ্য কোটা বাতিলের লিখিত ঘোষণা দিতে হবে।’

আরও পড়ুন

×