ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

নিজেকে পরিচয় দিতেন রাষ্ট্রদূতের ছেলে, করতেন প্রতারণা

নিজেকে পরিচয় দিতেন রাষ্ট্রদূতের ছেলে, করতেন প্রতারণা

গ্রেপ্তার ফাহিম আহমেদ

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ২১:০৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ফাহিম আহমেদকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এদিকে রোববার তাঁর রিমান্ড আবেদন শুনানির কথা রয়েছে বলে জানা গেছে। এর আগে শুক্রবার রাতে নগরীর রায়নগর এলাকা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামে।

এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে ফাহিম বিভিন্ন সরকারি দপ্তরে বদলির তদবির ও স্কুলে ভর্তির নামে প্রতারণা করে আসছিলেন। রিমান্ড শেষে তাঁর কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


 

আরও পড়ুন

×