ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার হওয়ায় মিষ্টি বিতরণ

মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার হওয়ায় মিষ্টি বিতরণ

গ্রেপ্তার আসমাউল হুসনা শিমুল। ছবি: সমকাল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ২২:১৩

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমাউল হুসনা শিমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিমুলের গ্রেপ্তারের খবরে তাঁর এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা। শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক আসমাউল হোসনা শিমুল হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের পশু চিকিৎসক নজরুল ইসলামের স্ত্রী। এক সময় ইউপি সদস্য পদে নির্বাচন করে হেরে যান তিনি। এরপরই আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য জুয়েল আরেংয়ের আশীর্বাদ পেয়ে হয়ে যান জেলা পরিষদ সদস্য। সেই সঙ্গে ঘুরে যায় তাঁর ভাগ্যের চাকা।

এলাকাবাসী জানান, জেলা পরিষদ সদস্য থাকাকালীন আওয়ামী লীগের দাপট দেখিয়ে পরিষদের বিভিন্ন প্রকল্পের টাকায় গড়েছেন সম্পদের পাহাড়। অন্যের জমি দখল, থানায় দালালি, পুলিশকে হয়রানিসহ বিভিন্ন অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সাবেক সংসদ সদস্য জুয়েল আরেংয়ের দাপট দেখিয়ে বিভিন্ন মামলা, চুক্তিভিত্তিক সালিশ-দরবার করে দিতেন এই নেত্রী।

বিলডোরা গ্রামের সরোয়ার হোসেন তালুকদার বলেন, ‘আমার একটি মামলায় থানায় গেছিলাম, পরে আমাকে ডেকে নিয়ে বলেন, ২০ হাজার টাকা দেন, আমি সমাধান করে দিচ্ছি। পরে আমি ২০ হাজার টাকা দেই। আমার টাকা নিয়ে কোনো কাজ করে নাই। পরে আমি টাকা চাইলে আমাকে উল্টা মামলায় ফাঁসাইয়া দিবে বলে ভয় দেখায়। আমি অসহায় মানুষ, আমি অনেক কষ্টে দিনযাপন করছি। এই টাকা ফেরত দিলে অনেক উপকার হতো।’

বিলডোরা এলাকার রুস্তম আলীর স্ত্রী রয়মনা খাতুন বলেন, ‘শিমুলের ক্ষেতের সঙ্গে আমার ৬ শতাংশ জমি ছিল। আমার জমিটা জোর করে তার ক্ষেতের সঙ্গে একত্র করেছে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমার নামে তিনটি মামলা করেছে। আমাকে অসহায় করেছে। আমি এতদিন তাদের ভয়ে কিছু বলতে পারি নাই। আমার জমি ফেরত চাই।’

আসমাউল হুসনা শিমুলের ফুফা শ্বশুর সাদির শেখ জানান, নজরুলের বাবা বিল থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতেন। নজরুল পশু চিকিৎসা করেন। কোনোমতে তাদের দিন চলে। তাদের জমিজমা বলতে বাড়িভিটা ছাড়া কিছুই ছিল না। এখন তাদের ১০ একর কৃষিজমি, বিলডোরা বাজারে দুটি ঘর, ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড়ে জায়গা কিনেছেন। এ ছাড়া জানা-অজানা অনেক টাকা ও সম্পদের মালিক তিনি। দুদক তদন্ত করলে বেরিয়ে আসবে সব কিছু।

শিমুলের গ্রেপ্তারের খবরে তাঁর এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা, যারা এতদিন শিমুলের প্রভাবে ছিল অতিষ্ঠ।

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×