আ’লীগ বিএনপি ও জামায়াতের কর্মসূচিতে অংশ নিত ৩ ঘাতক
পাথরঘাটায় যুবদল নেতা নাসির হত্যা
![আ’লীগ বিএনপি ও জামায়াতের কর্মসূচিতে অংশ নিত ৩ ঘাতক আ’লীগ বিএনপি ও জামায়াতের কর্মসূচিতে অংশ নিত ৩ ঘাতক](https://samakal.com/media/imgAll/2025January/untitled-11-1736010750.jpg)
নাসির
সুমন চৌধুরী, বরিশাল ও ইমাম হোসেন নাহিদ, পাথরঘাটা (বরগুনা)
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ২৩:১২
বরগুনার পাথরঘাটা উপজেলার তিন যুবক হাসান গাজী, রাব্বি সিকদার ও ইব্রাহীম ছাত্রলীগ, ছাত্রদল নাকি ছাত্রশিবির কর্মী– এ নিয়ে চলছে ‘কথার লড়াই’। এক সময় তারা মাছ ধরায় পিতার সহযোগী ছিল। এক পর্যায়ে ভাড়ায় মোটরসাইকেল চালানোর আড়ালে জড়ায় মাদক কারবারে। এ কারবার নিরাপদ করতে আওয়ামী লীগ শাসনামলে দলটির মিছিল সমাবেশে নিয়মিত অংশগ্রহণ করত। ছোট শহরটিতে সরকারি দলের সন্ত্রাসী হিসেবেও পরিচিতি পায়।
গত বুধবার দিনদুপুরে পাথরঘাটায় যুবদল কর্মী নাসিরকে কুপিয়ে হত্যার পর এই তিন যুবককে নিয়ে অনেক আলোচনা ও বিতর্ক হচ্ছে। তারা বিভিন্ন সময়ে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরে যুক্ত থেকেছে। তবে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনকেও জড়িয়েছেন জামায়াত নেতারা। নাসিরকে হত্যার পর অভিযুক্ত তিনজনের রাজনৈতিক পরিচয়ের দায় নিচ্ছে না কোনো দল।
সমকালের অনুসন্ধানে জানা গেছে, এই তিন যুবকের পরিবার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের পশ্চিম ঘুটাবাছা গ্রামে বেড়িবাঁধের ওপর ঝুপড়ি ঘর তুলে বাসবাস করত। সাগরে মাছ ধরে চলত সংসার। বখাটে হাসান, রাব্বী ও ইব্রাহিমের নাম কোনো দলের কর্মী তালিকায় নেই। নিরাপদে মাদক কারবারের জন্য ক্ষমতাসীন দলে আশ্রয় নিয়েছিল। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিল। পরে ফিরে এসে প্রথমে বিএনপির মিছিল-সমাবেশে অংশ নেয়। তাদের চিনতে পারায় সেখান থেকে বের করে দেওয়া হয়। এর পর জামায়াতে ইসলামীর আশ্রয় পায়। বয়স কম হওয়ায় তারা ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবির কর্মী পরিচয়ে চলত।
জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে ছাত্রলীগ পরিচয়ে ২০ জনের একটি গ্রুপ তৈরি করে জুয়েল মোল্লা নামে এক যুবক। তার মা খাদিজা বেগম পাথরঘাটা সার্কেলের সহকারী পুলিশ সুপারের সরকারি বাসভবনে গৃহপরিচারিকা। জুয়েলের নেতৃত্বে চলত মাদক কারবার। তার গ্রুপটি আওয়ামী লীগের কর্মসূচিতে ছাত্রলীগ পরিচয়ে সামনের সারিতে থাকত। জুয়েলের গ্রুপে ছিল হাসান গাজী, রাব্বি সিকদার ও ইব্রাহীম। এ বিষয়ে বক্তব্য জানতে জুয়েলের বাড়িতে গেলে পরিবার থেকে জানানো হয়, জুয়েল মাছ ধরতে সাগরে গেছে।
গণঅভ্যুত্থানের পর আত্মগোপন থেকে ফিরে হাসান, রাব্বি ও ইব্রাহিম শহরের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেনের কাছে আশ্রয় নেয়। তার সঙ্গে বিএনপির মিছিলে যেত। বিষয়টি উপজেলা ও পৌর ছাত্রদল নেতারা টের পেলে তাদের দূরে সরিয়ে দেওয়া হয়। রিয়াদ বলেন, তারা আওয়ামী লীগের মিছিলে থাকত তা তিনি জানতেন না।
এদিকে গত ১৮ অক্টোবর পাথরঘাটায় জামায়াত ইসলামীর কর্মী সমাবেশে ব্যাজ পরে যোগ দেয় তিনজন। জানা গেছে, শহরের ৯ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি ঈসা রুহুল্লাহর নেতৃত্বে হাসান, রাব্বী ও ইব্রাহিম ওই সভাসহ দলটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে। নাসির হত্যা মামলায় আসামি হয়ে আত্মগোপনে থাকায় এ বিষয়ে ঈশার বক্তব্য জানা যায়নি।
বরগুনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান এ প্রসঙ্গে বলেন, ওই তিনজন খাবার বিতরণের ব্যাজ পরে ছিল। সংবাদ সম্মেলনে জামায়াতের ব্যাজ পরিহিত তিনজনের ছবি দেখানোর পর শামীম প্রথমে দাবি করেছিলেন, ব্যাচগুলো ইসলামী আন্দোলনের। পরে ইসলামী আন্দোলন পাল্টা সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানায়।
সর্বশেষ জানা গেছে, শনিবার সন্ধ্যার পর পাথরঘাটায় ইসলামী আন্দোলন কার্যালয়ে জামায়াতের সঙ্গে সমঝোতা সভা হয়েছে। এতে তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে আগামীতে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি ডা. এস এম বাদশা এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘুটাবাছা গ্রামের আনসার মোল্লা জানান, নাসিরের খুনি হাসানের পরিবারের স্থায়ী ঠিকানা তালতলী উপজেলার নিদ্রাসকিনা গ্রামে। তারা ১৯৯৬ সালে পাথরঘাটা এসে বসবাস শুরু করে। রাব্বির বাড়ি কালমেঘা ইউনিয়নে শোনবুনিয়া গ্রামে ও ইব্রাহিমের বাড়ি আমড়াতলায়। তারাও ২০০৮ সাল থেকে বেড়িবাঁধের ওপর ঘর তুলে বাস করছে। গত বুধবার নাসিরকে হত্যার পর গ্রামবাসী তিনজনের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
অভিযোগ উঠেছে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার পথে নাসিরকে কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে হাসান, রাব্বি ও ইব্রাহিম। হত্যা মামলায় পৌর শিবির সভাপতি কাইউম ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি ঈশাসহ তিনজনকে ইন্ধনদাতার আসামি করা হয়েছে।
পাথরঘাটা থানার ওসি মেহেদি হাসান জানান, এ ঘটনায় এজাহারভুক্ত মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- হত্যা