ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

আলমডাঙ্গায় দেড় ঘণ্টা ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

আলমডাঙ্গায় দেড় ঘণ্টা ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ

বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি করে শনিবার দেড় ঘণ্টা ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ  করেন স্থানীয়রা সমকাল

 আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ২৩:১৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশনে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) দাবিতে আবার বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী এ ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। দাবি আদায়ে দেড় ঘণ্টার বেশি সময় ট্রেনটি আটকে রাখায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 
আলমডাঙ্গা নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয় বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ২ হাজার মানুষ। বিকেল ৪টা ২০ মিনিটে বেনাপোল এক্সপ্রেস আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে এলে বিক্ষোভকারীরা রেললাইনের ওপর দাঁড়িয়ে লাল কাপড় ধরে গতিরোধ করেন। পরে কয়েক যুবক ওই ট্রেনের সামনে শরীরে বাংলাদেশের পতাকা জড়িয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। তারা দাবি তোলেন, বেনাপোল এক্সপ্রেসের স্টপেজ না দেওয়া পর্যন্ত রেললাইন থেকে যাবেন না।
জানা গেছে, বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত বেনাপোল এক্সপ্রেস চালু হয় ২০১৯ সালের ১৭ জুলাই। কিন্তু আলমডাঙ্গার ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনে ট্রেনটির কোনো স্টপেজ না রাখায় ক্ষুব্ধ এলাকাবাসী। ১ জানুয়ারি থেকে ট্রেনটি আলমডাঙ্গায় থামার কথা ছিল; কিন্তু থামেনি। পুলিশ ও রেলওয়ে কর্মকর্তাদের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেয় জনতা। 
আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব হাবিবুল করিম চঞ্চল বলেন, দ্রুত দাবি না মানলে কঠোর আন্দোলনে যাবো।
রেলওয়ে (পশ্চিমাঞ্চল) পরিবহন বিভাগের এক কর্মকর্তা বলেন, রেলওয়ে বিভাগে একটি লিখিত আবেদন পেয়েছি। বিষয়টি রেল মন্ত্রণালয়কে জানাব।

আরও পড়ুন

×