ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

আজহারির মাহফিলে মোবাইল-স্বর্ণালংকার খোয়া, থানায় ৩০০ জিডি 

আজহারির মাহফিলে মোবাইল-স্বর্ণালংকার খোয়া, থানায় ৩০০ জিডি 

ফাইল ছবি

যশোর অফিস

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ২৩:৩১

যশোরে ড. মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে গিয়ে অসংখ্যা মানুষের স্বর্ণালংকার ও মোবাইল ফোন খোয়া গেছে। শুক্রবার রাতে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগীরা জিডি করতে রীতিমতো লাইন ধরেছেন। 

শনিবার বিকেল ৩টা পর্যন্ত মাহফিলে মোবাইল ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার ঘটনায় ৩০০ জিডি হয়েছে। প্রতিনিয়ত যেভাবে ভুক্তভোগীরা থানায় আসছেন, তাতে এই সংখ্যা কয়েক গুণ বাড়বে বলে জানান থানার ডিউটি অফিসার শারমিন আক্তার। 

আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার। এদিন রাতে বক্তব্য দেন মিজানুর রহমান আজহারি। তাঁর আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে মাহফিল এলাকায়। শুক্রবার সকালে থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু ও নারী-পুরুষের ঢল নামে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এ জন্য অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছায়। সব সড়কের ঢেউ গিয়ে মেশে পুলেরহাটে। মাহফিল প্রাঙ্গণে ৫ থেকে ৭ লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য দেন। 

রাত সাড়ে ১০টার পর মাহফিল শেষ হলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে পদদলিত হয়ে একাধিক ব্যক্তির মৃত্যুর খবর। তবে পদদলিত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ২১ জন ভর্তি হন। এর মধ্যে রাতেই ১০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, তিন দিনব্যাপী মাহফিলে ৫ থেকে ৭ লাখ মানুষের সমাগম হয়েছে। এর ভেতরে অসংখ্য মানুষের মোবাইল, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পেয়েছি। অনেকেই জিডি করছেন। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন

×