ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

জাবি ছাত্রদলের সম্ভাব্য কমিটিতে মূল্যায়নের দাবিতে বিক্ষোভ

জাবি ছাত্রদলের সম্ভাব্য কমিটিতে মূল্যায়নের দাবিতে বিক্ষোভ

ফাইল ছবি

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ২৩:৩৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রায় আট বছর ধরে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নেই। তবে শিগগিরই নতুন কমিটি পেতে যাচ্ছে বলে আশাবাদী শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সম্ভাব্য কমিটিতে ত্যাগী ও নির্যাতিতদের পদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। 

শনিবার দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। সমাবেশ সঞ্চালনা করেন মাজহারুল আলম তমাল। এতে ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান হোসাইন বলেন, যারা জাকসুকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের জুনিয়র কমিটি চাচ্ছে, তাদের বলতে চাই, জাকসু এবং ছাত্রদল দুটি স্বতন্ত্র সংগঠন। দুটিকে এক করা যাবে না। জাবি ছাত্রদলের কমিটি হতে হবে ত্যাগী এবং নির্যাতিতদের নিয়ে। 

জানা গেছে, শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সাবেক জাকসু ভিপি, জিএস, এজিএস এবং ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি, ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনে বর্তমান পদধারী এবং বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশন (মাস্টার্স পরীক্ষা অনুষ্ঠিত হয়নি) হতে সর্বশেষ ব্যাচ পর্যন্ত যারা ছাত্রদলের আসন্ন কমিটিতে পদপ্রত্যাশী, তাদের সবাইকে নিয়ে একটি সভা আয়োজিত হয়। এ নিয়ে শাখা ছাত্রদলের সিনিয়র নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। 

মোহাম্মদ ইব্রাহীম নামে ছাত্রদলের আরেক কর্মী বলেন, শিবির সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। জাকসুর ওছিলায় ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীকে অবমূল্যায়নের চেষ্টা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আমরা ছয়টি মতবিনিময় সভা করেছি। তবে আজকে সিনিয়রদের বাদ দিয়ে ৪৭তম ব্যাচ থেকে ৫৩তম পর্যন্ত যে অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে, তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।

জানা গেছে, শাখা কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী অধিকাংশ নেতার শিক্ষাজীবন শেষ হয়েছে ছয়-সাত বছর আগে। তাদের মধ্যে কেউ কেউ ছাত্রলীগের বাধার কারণে স্নাতকোত্তর শেষ করতে পারেননি। 
 

আরও পড়ুন

×