ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)

উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করেন রাবিপ্রবি শিক্ষার্থীরা। সোমবার রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বনরূপা এলাকায় সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ২৩:০৭

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বনরূপা এলাকা অবরোধ করেন তারা। পরে জেলা প্রশাসনের আশ্বাসে প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, কোতোয়ালি থানার ওসি শাহেদ উদ্দীন প্রমুখ। 
পরে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলে আশ্বস্ত হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাবিপ্রবিতে উপাচার্য নিয়োগের আশ্বাস দেন শিক্ষার্থীদের। তাঁর কথায় আশ্বস্ত হয়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। এ সময় রাবিপ্রবি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। তিনি আগামী বুধবারের মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য নিয়োগ দেওয়া না হলে রাঙামাটিতে সড়ক অবরোধের ঘোষণা দেন। 
জানা গেছে, গত ১৮ আগস্ট  রাবিপ্রবির শিক্ষকদের একাংশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সেলিনা আক্তার এবং সহউপাচার্য কাঞ্চন চাকমা পদত্যাগ করেন। তখন থেকে এই গুরুত্বপূর্ণ পদ দুটি খালি রয়েছে। 

আরও পড়ুন

×