সাজেকে পর্যটকবাহী জিপ খাদে, আট ছাত্রী আহত

সাজেক থেকে ফেরার পথে জিপ খাদে পড়ে ছাত্রী আহত হন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫ | ০৫:১২
রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি নামে পরিচিত একটি জিপ খাদে পড়ে একটি কলেজের আট ছাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গতকাল মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনায় আহত সবাই নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী।
কলেজের শিক্ষকরা জানান, গত সোমবার কলেজের ইসলামিক ইতিহাস বিভাগের দুই শিক্ষকসহ স্নাতকের ২৭ ছাত্রী সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রে শিক্ষা সফরে যান। মঙ্গলবার সকাল ১০টার দিকে দলটি দুটি চাঁদের গাড়িতে খাগড়াছড়ি শহরে ফিরছিল। তবে পর্যটনকেন্দ্র থেকে ৫ কিলোমিটার দূরে সাজেক-বাঘাইহাট সড়কের শিজকছড়া এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে আট ছাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে সাতজনের নাম পাওয়া গেছে। তারা হলেন– মিলি, নিমতি, সানজিদা, মারিয়া, সাবিনা ইয়াসমিন, ফাতেমা তামান্না ও আবসানা আক্তার। তাদের মধ্যে মারিয়া, সাবিনাসহ তিনজনের আঘাত গুরুতর।
শিক্ষক সাইফ উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা সবাই কমবেশি আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ছাত্রীদের নিয়ে শিক্ষকরা নোয়াখালীর উদ্দেশে রওনা দেন।