প্রশাসনকে ফাঁকি দিতে গিয়ে ট্রেনের নিচে সারভর্তি ট্রাক

সরিষাবাড়ী উপজেলার তালুকদারবাড়ী রেলক্রসিংয়ে ট্রেনের সামনে পড়ে দুমড়েমুচড়ে যায় সারবোঝাই ট্রাক সমকাল
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ০১:৫৩
কালোবাজারি করার সময় সারভর্তি একটি ট্রাক ট্রেনের নিচে পড়ে দুমড়েমুচড়ে গেছে। গতকাল বুধবার সকালে সরিষাবাড়ী উপজেলার তালুকদারবাড়ী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালক, তাঁর সহকারী ও ট্রেনচালক গুরুতর আহত হয়েছেন।
আহত ট্রাকচালক মজনু তালুকদার। তাঁর সহকারীর পরিচয় জানা যায়নি। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন আহত ট্রেনচালক শামছুল হক। সার ব্যবসায়ী মিন্টু মিয়ার দাবি, ট্রাকচালকের সহকারী (হেলপার) মারা গেছেন।
জানা গেছে, ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ ডাউন ট্রেনটি সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল বুধবার সকালে। তালুকদারবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় সারভর্তি একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে। এ সময় রেলক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন গেটম্যান। ট্রেন আসার নিরাপত্তা সিগন্যালও ছিল। তবে লেভেল ক্রসিংবার ফেলা হয়নি। গেটম্যান ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে। যে কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
ট্রেন ও ট্রাকের সংঘর্ষের বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে আশপাশের লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন এসে ট্রেনের নিচে পড়ে থাকা ট্রাকের ভাঙাচোরা অংশ উদ্ধার করে।
সার স্থানীয় ব্যবসায়ী মিন্টু মিয়ার বলে জানা গেছে। ঘোড়াশাল থেকে ইউরিয়া সার এই এলাকায় অবৈধভাবে আনা হয়েছে। যমুনা সার কারখানার কমান্ড এরিয়ার মধ্যে অন্য কোনো ইউরিয়া সার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। প্রশাসনকে ফাঁকি দিয়ে দ্রুত সারভর্তি ট্রাকটি গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করায় দুর্ঘটনার কবলে পড়ে বলে দাবি স্থানীয়দের। তবে তৎক্ষণিক এলাকাবাসী ও প্রশাসনের লোকজনের সহায়তায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সার ব্যবসায়ী মিন্টু মিয়ার ভাষ্য, সব সার ট্রাকে ভর্তি করা হয়েছে নরসিংদীতে। নামানো হবে সরিষাবাড়ী বাজারে। সার ক্রয়-বিক্রয়ের কাগজপত্র তাঁর কাছে নেই। পরে দেবেন বলে জানান তিনি।
ট্রেনচালক শামছুল হক বলেন, ভোর ৪টা ৪০ মিনিটের দিকে হালকা কুয়াশা ছিল। ক্রসিংয়ে গেটম্যান রয়েছেন, ট্রেনটি স্বাভাবিক গতিতেই ক্রসিং পার হতে চেষ্টা করে। হঠাৎ একটি ট্রাক ট্রেনের সামনে চলে আসে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের সময় তাঁর হাতের আঙুল ও কপালে কেটে যায়।
তবে ঘটনার পর থেকেই লাপাত্তা গেটম্যান চাঁন মিয়া। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
জেলা বিএনপি সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ‘আমার বাড়ির কাছেই ঘটনাস্থল। এতটা ভয়াবহ শব্দ হয়েছে যে, মনে হলো ঘরের মধ্যে শব্দটা হলো। তড়িঘড়ি করে বের হলাম। দেখতে পেলাম একটি ট্রাক দুমড়েমুচড়ে গেছে। তবে ট্রেনটি লাইনচ্যুত হয়নি।’
- বিষয় :
- জামালপুর