ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামীপন্থিদের হটিয়ে বিএনপিপন্থি কমিটি

আওয়ামীপন্থিদের হটিয়ে বিএনপিপন্থি কমিটি

ম্যাপ

রাঙামাটি অফিস

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ০২:১৫

অনিয়ম ও বরাদ্দের অর্থ লুটপাটের অভিযোগ এনে রাঙামাটিতে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আগের কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে নতুন কমিটির সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। নতুন কমিটির নেতারা বিএনপিপন্থি হিসেবে ও সদ্য ভেঙে দেওয়া কমিটির নেতারা আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন নতুন কমিটির সহসভাপতি মুইথুইঅং মারমা। তিনি বলেন, পশ্চাৎপদ মারমা সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষায় মাসস গঠিত হয়েছিল ২০০০ সালে। ৫-৬ বছর ঐক্যবদ্ধভাবেই সংগঠনটি পরিচালিত হয়। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে মারমা সম্প্রদায়ের বাইরের লোক সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুশাইন চৌধুরীসহ অন্যরা অনিয়ম ও লুটপাটে মেতে ওঠেন। 

সেখানে বলা হয়, কোনো দলিলপত্র ছাড়াই ওই ব্যক্তিরা সংস্থাটি পরিচালনা করেছেন। এমনকি অনুদান ও সদস্যদের মাসিক চাঁদার কোনো অডিট ও হিসাব-নিকাশ লিপিবদ্ধ করা হয়নি।

তাদের ভাষ্য, শহরের আসামবস্তি এলাকায় মাসসের তিনতলা বিশিষ্ট নিজস্ব ভবন রয়েছে। কিন্তু সেখানে কোনো সরঞ্জাম নেই। কার্যালয়টিও তালাবদ্ধ। গত বছরের এপ্রিলে ঐতিহ্যবাহী জলকেলির অনুষ্ঠানের নামে তৎকালীন কমিটির নেতারা ব্যাপক অনিয়ম করেছেন। ৫ আগস্টের পর তারা পালিয়ে গেছেন। মারমা সম্প্রদায়ের সবার জন্য সংস্থাটি উন্মুক্ত করার আশা করছেন তারা। 

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক উসানু মারমা, লাকী মারমা, মংথুই প্রু মারমা, পাইচিমং মারমা, চথোয়াই প্রু মারমা, সাচিং উ মারমাসহ অন্যরা। পরে সংস্থাটির নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির নেতাদের অভিযোগের বিষয়ে সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ও অংসুশাইন চৌধুরীর মোবাইল ফোনে দফায় দফায় কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।
 

আরও পড়ুন

×