ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

পোঁটলার কাপড় সরাতেই মিলল বৃদ্ধা, তীব্র শীতে খোলা মাঠে ফেলে যায় ছেলেরা

পোঁটলার কাপড় সরাতেই মিলল বৃদ্ধা

ফেলে যাওয়া বৃদ্ধা নারী। ছবি: সমকাল

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ০৯:১৫

শেরপুর জেলা শহরের নৌহাটা এলাকার বিসিক মাঠে প্রায় ৮০ বছরের বৃদ্ধ ও অসুস্থ এক মাকে ফেলে রেখে গেছে তার দুই ছেলে। গতকাল বুধবার ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে। পরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাঠের একপাশে কাপড়ে মোড়ানো একটি পোঁটলা দেখতে পান স্থানীয়রা। কাছে গিয়ে তারা দেখেন ওই পোঁটলার ভেতরে কিছু একটা নাড়াচাড়া করছে। লোকজন প্রথমে ভয় পেয়ে যান। পরে এক নারী পোঁটলা থেকে একটি কাপড় সরিয়ে নেন। তখন দেখতে পান এক বৃদ্ধা কাতরাচ্ছে। ওই নারী তখন বৃদ্ধার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তার বাড়ি শেরপুরে। দুই ছেলে তাকে এখানে ফেলে রেখে গেছে। তীব্র শীত, ক্ষুধা ও অসুস্থতায় ওই বৃদ্ধা জ্ঞান হারান। এ খবর ছড়িয়ে পড়লে অনেকে তাকে দেখতে ভিড় করে।
 
খবর পেয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেখানে আসে এবং তাকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানের সাততলার ডেঙ্গু ওয়ার্ডে তিনি ভর্তি রয়েছেন। 

হাসপাতালের চিকিৎসক জানান, তার জ্ঞান ফিরেছে। তবে দুর্বলতা ও অসুস্থতার কারণে তিনি কথা বলতে পারছেন না। 

এদিকে ওই নারীর পরিচয় জানতে তার ছবিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। 
 
এ বিষয়ে শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও মানবাধিকার নেতা রাজিয়া সামাদ ডালিয়া বলেন, তারা ওই নারীর পরিচয় খোঁজার চেষ্টা করছেন।

শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

×