ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

অবশেষে রাবিপ্রবিতে উপাচার্য নিয়োগ দিল সরকার

অবশেষে রাবিপ্রবিতে উপাচার্য নিয়োগ দিল সরকার

অধ্যাপক ড. আতিয়ার রহমান। ছবি- সংগৃহীত

রাঙামাটি অফিস

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ২০:৪৫

শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমানকে রাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে নিয়োগের চার বছরে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে উপাচার্য নিয়োগের দাবিতে গত সোমবার রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বনরুপা এলাকায় সড়ক অবরোধ করে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন রাবিপ্রবির শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসনের আশ্বাসে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা। তবে বেঁধে দেওয়া সময়সীমা মধ্যে উপাচার্য নিয়োগ না দেওয়ায় ফের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি, লং মার্চ ও জেলা প্রশাসন কার্যালয় শাট-ডাউনের কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালের দিকে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তবে দুপুরের দিকে উপাচার্য নিয়োগের খবর পেয়ে অন্যান্য কর্মসূচি বাতিলের ঘোষণা দেন তারা।

প্রসঙ্গত, গত বছরের ১৮ আগস্ট রাবিপ্রবি শিক্ষকদের একাংশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সেলিনা আক্তার এবং উপ-উপাচার্য ড. কাঞ্চন চাকমা পদত্যাগ করেন। এরপর থেকে গুরুত্বপূর্ণ পদ দুটি খালি ছিল।

আরও পড়ুন

×