ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

হবিগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে বিএনপির দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে লাইট জ্বালিয়ে মারামারি করা হয়। ছবি: সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ২২:৪৩

হবিগঞ্জের লাখাইয়ে জলমহাল দখল নিয়ে দুই বিএনপি নেতার লোকজনের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার স্বজন গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাইঞ্জা বিল দখল নিয়ে ১ নং লাখাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ রুপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৯টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। 

ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপনের ভাষ্য, তাদের দখলে থাকা জলমহালে প্রতিপক্ষ জোরপূর্বক মাছ ধরতে যায়। এ নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার পর এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।  

বিএনপি নেতা হারিছ মিয়া বলেন, ওই জলমহাল নিয়ে এলাকায় বিভক্তি রয়েছে। কাইঞ্জা বিলে এলাকাবাসী মাছ ধরতে গেলে চেয়ারম্যানের লোকজন তাদের ওপর হামলা চালায়। 

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×