রংতুলির ছোঁয়ায় চলছে রঙিন চিত্তের নির্মাণ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রবীন্দ্র কুঠিবাড়িতে শুক্রবার দিনব্যাপী আর্ট ক্যাম্প সমকাল
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ০১:১৩
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের পদ্মাপারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির সামনে ফাঁকা মাঠে মুক্তমঞ্চের পূর্ব-দক্ষিণপাশে রয়েছে বড় বড় গাছ। ছায়াঘেরা সে স্থানের নিচে বিছানো হয়েছে বড় ত্রিপল। সেখানেই রংতুলি ও কাগজ নিয়ে বসেছেন অন্তত ৮৩ জন নানা বয়সী শিক্ষার্থী। তাদের ঘিরে চেয়ার টেবিলে রংতুলি আর কাগজ নিয়ে কেউ দাঁড়িয়ে; কেউবা বসে আছেন। উপস্থিত আছেন রাজশাহী, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও অন্তত ২৭ জন শিক্ষক ও শিক্ষার্থী। তাঁরা আঁকছেন জুলাই বিপ্লব, গ্রামীণ জীবনের চিত্র, রবীন্দ্র কুঠিবাড়ি, নদীসহ নানান ছবি। রয়েছেন অভিভাবক ও উৎসুক জনতাও। নবীন-প্রবীণ শিল্পীদের মিলনমেলায় যেন চলছে অসাধারণ এক রঙিন চিত্ত নির্মাণ। গতকাল শুক্রবার সকালে কুঠিবাড়িতে গিয়ে দেখা গেছে এমনই চিত্র।
ছবি আঁকতে এসেছিল কুমারখালী সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রিনি সাহা। ছবি আঁকলে মন ভালো থাকে উল্লেখ করে রিনি জানায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আঁকতে পেরে সে আনন্দিত। পাশেই রংতুলি নিয়ে আঁকছিল আরেক শিক্ষার্থী তিশা পাল। কুমারখালী রংতুলি আর্ট স্কুলের এই শিক্ষার্থীর ভাষ্য, কুঠিবাড়িতে আর্ট ক্যাম্পে এসে বড়দের কাছ থেকে অনেক কিছু শিখেছি।
সাংস্কৃতিক জনপদ শিলাইদহে ছবি আঁকতে আসতে পেরে আনন্দিত বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের পেইন্ট পিকিং বিভাগের অধ্যাপক মো. আনিসুজ্জামান। জানা গেছে, শিশু শিল্পীদের উৎসাহ প্রদানে এবং মেধা বিকাশের লক্ষ্যে রবীন্দ্র কুঠিবাড়িতে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী এ আর্টক্যাম্প। আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ড. নাসের ফাউন্ডেশন। ঢাবি চারুকলা অনুষদ ও আর্ট বাংলার সহযোগিতায় এ আর্টক্যাম্প আয়োজন করা হয়েছে। গতকাল সকালে ক্যাম্পের উদ্বোধন করেন ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল। ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের চেয়ারপারসন ড. আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাবি চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক এবং আর্ট বাংলা ফাউন্ডেশনের মহাপরিচালক হারুন অর রশিদ টুটুল। আজ শনিবার দুপুর ২টায় কুঠিবাড়ি চত্বরে আর্টক্যাম্প শেষ হবে এবং বিকেল ৩টা থেকে কুমারখালী পাবলিক লাইব্রেরিতে শুরু হবে সাত দিনব্যাপী চিত্র প্রদর্শনী। নবীন-প্রবীণ শিল্পীদের আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনী চলবে ১৮ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত।
ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আবু নাসের বলেন, আর্টক্যাম্পে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অন্তত ১১০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশ নিয়েছেন। ছবি আঁকা একধরনের সৃষ্টিশীল আন্দোলন বলে মনে করেন ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজাহারুল ইসলাম চঞ্চল।
- বিষয় :
- উৎসব পালন