তেঁতুলিয়ায় তাপমাত্রা বাড়ল ১ ডিগ্রি
ছবি: সমকাল
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ০৯:৩৩
পঞ্চগড়ের তেঁতুলিয়া তাপমাত্রা কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জানান, শনিবার সকাল ৯টায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
দেশের উত্তরের উপজেলায় পৌষের শেষ সপ্তাহে শীতে দুই রকমের তাপমাত্রায় বিপাকে পড়েছেন এ জনপদের মানুষ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বরফ শীতল ঠান্ডা এবং সকালে ঝলমলে রোদ। দিনের তাপমাত্রা ২৪ থেকে ২১ ডিগ্রির মধ্যে।
ভ্যান চালক বিল্লাল হোসেন ও আব্দুল জানান, দিনে গরমে গায়ে কাপড় রাখা যায় না। সূর্য ডুবতেই শুরু হয় ঠান্ডা। অনেকে রাতে ভ্যানে চড়ছে না ঠান্ডার ভয়ে। আমরাও ঠান্ডার কারণে ভ্যান ঠিকমত চালাতে পারছি না। হাত-পা অবশ হয়ে আসছে। আয় রোজগার কমে গেছে।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, শনিবার ১১ জানুয়ারি সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১০ জানুয়ারি ৯টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ভোর ৬টায় রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।বাতাসে আর্দ্রতা ৯৯ শতাংশ।