ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ নিহত ২

গজারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ নিহত ২

ছবি: সমকাল

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১৬:৫১

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ইমামসহ ২ জন নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টায় গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি স্টান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় সৈয়দ আহম্মেদ নামে মসজিদের ইমাম নিহত হয়েছেন।

নিহত সৈয়দ আহম্মেদ গজারিয়ার হোসেন্দি ইউনিয়নের ভাঁটি বলাকি পশ্চিম পাড়া এস.ডি খাঁন জামে মসজিদের ইমাম ছিলেন।

সৈয়দ আহম্মেদের আত্মীয় সুমন জানান, তিনি আমার ফুফা হন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার শ্যামনগর গ্রামে। তিনি কী কারণে এখানে এসেছিলেন আমরা জানি না।

ভাঁটি বলাকি পশ্চিম পাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল রহিম জানান, সকালে একসঙ্গে নামাজ পড়েছি। পরে সকাল নয়টার সময় হুজুর বললেন, তার একটু ছুটি লাগবে। দাউদকান্দি এলাকায় তার দাওয়াত আছে। এ বলে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান তিনি। এর আধাঘণ্টা পর আমার কাছে সংবাদ আসে হুজুর মারা গেছেন।

অপরদিকে একই উপজেলার বাউশিয়া ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার রাত আনুমানিক ৯ টায় আকিজ কোম্পানির এক শ্রমিক রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপার মারা যান।

নিহত ওই শ্রমিকের নাম আবু বকর। তার বাড়ি বগুড়ায়। আকিজ কোম্পানিতে কাজ করতেন তিনি।
 
গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, সংবাদের পরপর আমরা সেখানে যাই। রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে চাপা দিলে মাথায় রক্তক্ষরণ হয়ে মারা যান সৈয়দ আহম্মেদ নামে একজন ইমাম। তার মরদেহ বর্তমানে থানায় রয়েছে। তার আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। অপর দিকে শুক্রবার রাত ৯টায় আবুবকর নামে আকিজ কোম্পানির এক শ্রমিক একইভাবে রাস্তা পারাপারের মারা যান।

আরও পড়ুন

×