ময়মনসিংহে মাজারে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ১৫শ
ছবি: সমকাল
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১৭:২৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ | ১৭:২৫
ময়মনসিংহ নগরে প্রায় ২০০ বছরের পুরোনো হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহর (রহ.) মাজারের কাওয়ালি অনুষ্ঠানে হামলা চালিয়ে মাজার ভাঙচুরের ঘটনায় ১৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
মাজারের ধর্ম বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলার বাদী বলেন, আমি মামলার বিষয়ে কিছুই জানি না। আমাকে ওসি সাহেব থানায় আসতে বললে আমি যাই। আমাকে ক্ষয়ক্ষতির বিষয়ে জিজ্ঞাসা করে মামলা লিখে এনে স্বাক্ষর দিতে বললে আমি একটা স্বাক্ষর দেই।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, কালু শার মাজার ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার মাজারের ধর্ম বিষয়ক সম্পাদক খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় কারো নাম উল্লেখ করে আসামি করা হয়নি। এখনও কোনও আসামি গ্রেপ্তার হয়নি। তবে আমরা ভিডিও ফুটেজ দেখে আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি।
গত বুধবার (৮ জানুয়ারি) রাতে ময়মনসিংহে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহর মিলাদ মাহফিল, সামা কাওয়ালি অনুষ্ঠান ও মাজারে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন।
তিনি শুক্রবার ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের তেঁতুল তলায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জুলাই প্রবাহের অনুষ্ঠানে এ দাবি জানান।
সংস্কৃতিকর্মী, শিল্পী ও সংগীত শিক্ষক মো. মামুনুল ইসলাম রনি সমকালকে বলেন, ময়মনসিংহে আমরা সম্প্রীতি বজায় রেখে চলার সংস্কৃতি তৈরি করেছি বহু যুগ ধরেই। একই ধর্মের অভ্যন্তরীণ মতানৈক্য অথবা ভিন্ন ভিন্ন ধর্ম নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকাই ধর্মের সৌন্দর্য। যাদের উগ্র আচরণের ফলে মাজার ভাঙার মতো ঘটনা ঘটেছে সেই দোষী ব্যক্তিদের নামে একটি মামলা হয়েছে থানায়, এটা ভালো লক্ষণ। কিন্তু এর বিচারও হওয়া উচিত তড়িৎ তদন্তের মাধ্যমে। ধর্মকে আশ্রয় করে বা যেকোনও মতকে উপজীব্য করে কেউ অন্যায় করলে দেশের আইনে শাস্তি কার্যকর করা জরুরি। যে মাজারটি ভাঙা হয়েছে প্রশাসনিক উদ্যোগে তার অবকাঠামো পুনঃনির্মাণ করতে হবে। ভবিষ্যতে যাতে কোথাও এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।
প্রসঙ্গত, নগরীর কোতোয়ালি মডেল থানার বিপরীত দিকে অবস্থিত হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ)–এর মাজারে ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষ্যে বুধবার রাতে ব্রহ্মপুত্র নদের পারে কাওয়ালি গানের আয়োজন করেন ভক্তরা। রাত ১১টার দিকে গানের অনুষ্ঠান শুরুর এক পর্যায়ে মাথায় টুপি পরা শত শত লোক অনুষ্ঠানে এসে হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে চলে যান। পরবর্তী সময়ে রাত তিনটার দিকে হামলা হয় মাজারে। মাজারের পাকা স্থাপনার বেশ কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
- বিষয় :
- ভাঙচুর
- মাজারে হামলা
- মামলা