ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

দোহারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

দোহারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ১৮:০১

ঢাকার দোহার উপজেলায় নারিশা ডাক-বাংলো এলাকায় সড়ক দুর্ঘটনায় হৃদয় মৃধা (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত হৃদয় মৃধা দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী এবং নারিশা খালপাড় গ্রামের জালাল মৃধার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৬ জানুয়ারি দুপুর ১২টার দিকে তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন হৃদয় মৃধা। এ সময় নারিশা ডাক-বাংলোর মোড় এলাকায় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী বালুর ট্রাক ও মোটরসাইকেলের পেছনে থেকে আসা পিক-আপের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী হৃদয় ও চালক মো. সুলতান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত দুই শিক্ষার্থীকে ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে হৃদয় মারা যান। আহত সুজন আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তার স্বজনরা।

সাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সুমন হোসেন দুর্ঘটনায় জড়িত ট্রাক, পিকআপ এবং মোটরসাইকেলটি জব্দ করেন।

পদ্মা সরকারি কলেজের ইংরেজি শিক্ষক মো. তারেক রাজীব বলেন, প্রথম বর্ষের ছাত্র হৃদয় মৃধার মৃত্যু ও তার সহপাঠী মো. সুলতানের দুর্ঘটনার ক্ষয়ক্ষতি ও বিচারের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। শিক্ষার্থী ও শিক্ষকদের দাবি নিরাপদ সড়ক চাই।

এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাইল করিম জানান, মোটরসাইকেল ও বালু বহনকারী ট্রাক চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করতে হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক, পিকআপ ও মোটরসাইকেল থানায় জব্দ করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছে। নিহতের পরিবারের অভিযোগ থাকলে তা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×