দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত ১২
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ২২:০১
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) দুটি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। শনিবার জেএমএস ও মেরিনকো কারখানার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, সিএমপি ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বেপজা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কারখানা দুটিতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এক কারখানার শ্রমিকদের সঙ্গে আরেক কারখানার শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এর পরই তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। আহত হয়ে ১২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
মেরিনকো কোম্পানির আহত কর্মচারী আলী আকরাম হোসেন বলেন, দুপুরে লাঞ্চ, ৯ শতাংশ বেতন বাড়ানোসহ ৮ দফা দাবিতে আমরা আন্দোলন করছিলাম। কোম্পানি আমাদের দাবি-দাওয়া মেনে নিয়েছে। এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পর অফিসে এলে আমাদের ১টায় ছুটি দিয়ে দিছে। আমরা যখন বের হতে যাব, তখন অন্য কারখানার শ্রমিকরা আমাদের ওপর হামলা চালায়।
তিনি জানান, তাদের কারখানার মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। কিন্তু মডিস্ট আর জেএমএসের মালিকপক্ষ তাদের দাবি মেনে নেয়নি। এ জন্য তারা আন্দোলন করছে। তাদের সঙ্গে আন্দোলন করছে না, এ কারণে হামলা চালায় তারা।
আরেক আহত পোশাক শ্রমিক মো. বেলাল বলেন, গামেন্টের কর্মচারীর চেয়ে বাইরের লোক বেশি ছিল। সবার মাথায় হেলমেট ছিল।