ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

মেঘনায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

মেঘনায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

মহেশখালীতে শনিবার দুই স্পিডবোটের সংঘর্ষের পর ডুবুরিদের উদ্ধার তৎপরতা সমকাল

 মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ২২:৩০

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ছয়জনকে। গত শুক্রবার রাতে মেঘনার কালীপুরা ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গজারিয়ার জামালপুর গ্রামের ওদুদ বেপারী (৩৬), মুন্সীগঞ্জ সদর উপজেলার চরঝাপ্টা রমজানবেগ গ্রামের বাবুল সরকার (৪৮), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাকিব (২৬) ও একই এলাকার নাঈম (২৪)।
স্বজনরা জানান, শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ট্রলারে গজারিয়ার গুয়াগাছিয়ার দিকে যাচ্ছিলেন কয়েকজন। একই সময় বিপরীত দিক থেকে একটি স্পিডবোট আসছিল। নৌযান দুটিতে মোট ১০-১১ যাত্রী ছিলেন। রাত ১০টার দিকে ঘন কুয়াশার কারণে স্পিডবোট দিক ভুলে ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি তলিয়ে যায় এবং স্পিডবোট দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় তিনজনের লাশ ও ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। নাঈমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএ। পরে গতকাল দুপুরে তাঁর লাশ মেলে।
উদ্ধারকারী জাহাজ প্রত্যয়-এর নারায়ণগঞ্জের কমান্ডার ও বিআইডব্লিউটিএর উপপরিচালক ওবায়দুল করিম খান বলেন, স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়েছে ট্রলারের। উদ্ধার অভিযানের এক পর্যায়ে গতকাল দুপুর ২টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে ঝোপ থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার হয়।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে।
এদিকে কক্সবাজারের মহেশখালী প্রতিনিধি জানিয়েছেন, গতকাল দুপুরে কক্সবাজার-মহেশখালী নৌপথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি স্পিডবোট ডুবে গেছে। ১০ যাত্রী নদীতে পড়ে গেলে পাশ দিয়ে যাওয়া অন্য স্পিডবোট তাদের উদ্ধার করে। মহেশখালী-কক্সবাজার চ্যানেলের বাঁকখালী মোহনার এ ঘটনায় এক নারী ও তাঁর আট বছরের শিশু আহত হয়েছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্ল্যাহ বলেন, আহত নারীর নাম মুর্শিদা বেগম। তিনি কুতুবজোম ইউনিয়নের শামশুল আলমের স্ত্রী। আহত শিশুর নাম সজীব। তাদের কক্সবাজার 
সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটি হয়েছে।

আরও পড়ুন

×