কলেজের ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কররূপে ফিরবে’
ফাইল ছবি
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫ | ২৩:৫৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ | ০৭:২১
জীবননগর সরকারি মহিলা কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কররূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। লেখাটি ভেসে উঠার পর উৎসুক জনতা জনতা ভিড় করতে থাকে।
শনিবার সন্ধ্যার পর কলেজের ডিসপ্লে বোর্ডে লেখাটি ভেসে ওঠে। খবর পেয়ে রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে ২ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিসপ্লে বোর্ডে আওয়ামী লীগ আবারও ভয়ঙ্কররূপে ফিরবে লেখা ভেসে ওঠে।
স্থানীয়রা জানান, ডিজিটাল সাইনবোর্ড ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ঙ্কররূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে ওঠে। পরে কলেজ কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
জীবননগর সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম বলেন, ‘আমি ঘটনাটি শুনে দ্রুত কলেজে যাই। এ সময় ডিজিটাল সাইনবোর্ডে ছাত্রলীগ নিয়ে লেখাটি ভেসে উঠেছে। এটা সত্যিই দুঃখজনক।
তিনি আরও বলেন, এই ডিজিটাল সাইনবোর্ডে লেখার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। বিশেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান এই ডিসপ্লেবোর্ড লাগানোর পর থেকে স্বয়ংক্রিয়ভাবে এখানে কলেজের নাম লেখা দেখা যায়। আমাদের হাতে শুধু বিদ্যুৎ সংযোগ ছাড়া আর কোনো কিছু নেই। রোববার কলেজ খুললে তদন্ত কমিটি গঠন করা হবে। ভবিষ্যতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সতর্ক থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ওসি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ছাত্রলীগ
- চুয়াডাঙ্গা