ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

মাজার ভাঙচুরের বিচার চেয়ে বিক্ষোভ

মাজার ভাঙচুরের বিচার চেয়ে বিক্ষোভ

ময়মনসিংহে মাজারে হামলা-ভাঙচুরের বিচার চেয়ে নাগরিক সমাজের সমাবেশ সমকাল

 ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫ | ০০:৫০

ময়মনসিংহের হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহর (রহ.) মাজারে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক সমাজ। শনিবার বিকেলে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরের সমাবেশ থেকে এ ঘটনার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। 
মাজার কমিটির ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান চিশতী নিজামীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, শাহ সুফি সৈয়দ হাসান সুরেশ্বরী, আমিনুল ইসলাম, শেখ বাহার মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুকুল চন্দ্র মানিক প্রমুখ। মাজারে হামলার জন্য পাশের বড় মসজিদ পরিচালিত মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের দায়ী করেছেন।
উল্লেখ্য, ময়মনসিংহ নগরীর কোতোয়ালি থানার বিপরীত দিকে অবস্থিত হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহর (রহ.) মাজারে ১৭৯তম বার্ষিক ওরস উপলক্ষে বুধবার রাতে ব্রহ্মপুত্র নদের পারে কাওয়ালি গানের আয়োজন করেন ভক্তরা। রাত ১১টার দিকে গানের অনুষ্ঠান শুরুর এক পর্যায়ে মাথায় টুপি পরা শত শত লোক অনুষ্ঠানে এসে হামলা চালিয়ে মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে। এর পর ওই রাতেই ৩টার দিকে হামলা হয় মাজারে। হামলায় মাজারের পাকা স্থাপনার বেশ কিছু অংশ, মাজারে কিছু অংশ ও ভেতরে থাকা জিনিসপত্র ভেঙে তছনছ করা হয়। এ সময় মাজারের দানবাক্স ভেঙে টাকা লুটের অভিযোগ মাজার কমিটির। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় একটি মামলা হয়।
কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, জড়িতদের শনাক্তের কাজ চলছে।

আরও পড়ুন

×