ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

শ্রীনগর থানার ওসি ক্লোজড, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

শ্রীনগর থানার ওসি ক্লোজড, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

ফাইল ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫ | ০০:৫৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা থেকে এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনতাইয়ের ঘটনায় শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার বিকেল দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকাবের নির্দেশে তাকে পুলিশ লাইনের সংযুক্ত করা হয়। 

মূলত শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে দায়িত্ব পালনে অবহেলা ও দায়িত্বহীনতার কারণে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। 

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর মামলার এজাহারভুক্ত উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলামকে (৪০)গ্রেপ্তার করে শ্রীনগর থানা-পুলিশ। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়ার জন্য বিএনপির নেতা-কর্মীরা তকবির শুরু করেন। পুলিশ তাদের তকবিরে এজাহারভক্ত আসামি ছেড়ে দিতে রাজি না হওয়ায় একপর্যায়ে তারা পুলিশ পরিদর্শকে কক্ষ ভাঙচুর করেন। প্রায় ১৫০ থেকে ২০০ জন বিএনপির নেতা-কর্মী অংশ নেন। এতে পুলিশ বাধা দেওয়ায় তাদের ওপর করা হয়। 

এদিকে,  আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলায় করেন শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৩১ জনকে এজাহারনামীয়সহ দুই শতাধিক বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় এখন পর্যন্ত তরিকুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এ বিষয়ে জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার মামলায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ওসিকে ক্লোজড করা হয়েছে।

আরও পড়ুন

×