ছাত্রাবাসে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫ | ০৫:০৪
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মেহেদী হাসানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাসের ওই শিক্ষার্থীর নিজ কক্ষ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেহেদীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ।
মেহেদী রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাবার নাম নুর ইসলাম এবং মা আরজুমা বেগম। তাদের বাড়ি রংপুর সদরের আলমনগর এলাকার কাজীপাড়ার কলেজ রোডে।
সহপাঠীরা জানান, কিছু কোর্সে রিটেক থাকার কারণে মেহেদীর পড়াশোনা এখনও শেষ হয়নি। ফলে তিনি জুনিয়রদের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে মেহেদী বিষণ্ন থাকতেন। এ ছাড়া মায়ের অসুস্থতা নিয়েও মেহেদী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
এবেলা ছাত্রাবাসের ব্যবস্থাপক আবু তাহের বলেন, ‘মেহেদী নামে ওই শিক্ষার্থী ছাত্রাবাসের নবম তলায় থাকতেন। শুক্রবার রাতে পরিবার থেকে তাঁকে ফোন করে পাওয়া না গেলে, তারা একই ফ্লোরের অন্য এক শিক্ষার্থীকে খোঁজ নিতে বলেন। তখন অন্য শিক্ষার্থীরা তাঁর কক্ষের জানালা দিয়ে প্রথমে মেহেদীর ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর তারা আমাকে খবর দিলে আমি বিষয়টি পুলিশকে জানাই।’
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল ইসলাম সরকার বলেন, ফ্যানের সঙ্গে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পরিবার যেভাবে চাইবে, সেভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
- বিষয় :
- রুয়েট
- শিক্ষার্থীর মরদেহ উদ্ধার