‘ওষুদ দেওনের সুইডাও নাই তারার খাছে’

চুনারুঘাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীর ভিড় সমকাল
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫ | ২১:৪৮
‘হাসপাতালো চিকিৎসা খিতা করবায়। সুইডাও নাই তারার খাছে। ওষুদপত্রও থাহে না। তারার খাছে আইলে ফাডাই দেয় অন্যহানোত ...।’ চুনারুঘাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রত্যাশিত চিকিৎসাসেবা না পাওয়ায় এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন এক রোগীর স্বজন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, চিকিৎসকরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেন। তবে সরঞ্জাম না থাকলে তাদেরই-বা কী করার আছে। স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে চিকিৎসা নিতে গেলে তাদের প্রচুর অর্থ ব্যয় হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসা শুধু নামেই, আসলে বিশেষ কোনো সেবা তারা পাচ্ছেন না ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে। প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও জনবল নেই। রোগীদের চাপ থাকলেও নেই পর্যাপ্ত চিকিৎসক। প্রতিমুহূর্তে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের।
উপজেলার ৫ লাখ মানুষের জন্য চারজন মেডিকেল অফিসার দিয়ে চলছে পুরো হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। ঝামেলা এড়াতে রোগীদের প্রায়ই পাঠিয়ে দেওয়া হয় অন্য কোথাও। হাসপাতাল সূত্র জানায়, এ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার মানুষ চিকিৎসা নিতে আসে চুনারুঘাট হাসপাতালে। গড়ে প্রতিদিন এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ৫ শতাধিক মানুষ। তবে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের সংকট থাকায় সেবা পাওয়া যাচ্ছে না ঠিকমতো।
চারজন চিকিৎসক দিয়ে ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালে সঠিকভাবে চিকিৎসাসেবা দিতে না পারার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষও। পর্যাপ্ত চিকিৎসক ও জনবল না থাকায় জরুরি ক্ষেত্রে রোগীদের স্থানান্তর করা হয় হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল বা সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সাত মাস ধরে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ নেই। এতে চিকিৎসক ও নার্সরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালের বাইরে চিকিৎসা নিতে গিয়ে চাপে পড়ছেন স্বল্প আয়ের মানুষ। সরকারিভাবে ক্যানুলা ও সিরিঞ্জ সরবরাহ কম হওয়ায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
একাধিক রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর প্রয়োজনীয় ওষুধের অধিকাংশই বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে তাদের আর্থিক চাপ বাড়ছে। অনেকে সেবা না নিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন।
হাসপাতালের নার্স সুবর্ণা ও তানিয়া জানান, চিকিৎসা দিতে গেলে ক্যানুলা, সিরিঞ্জ ও স্যালাইনের মতো অতিপ্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী যথেষ্ট পরিমাণে থাকতেই হবে। বাধ্য হয়ে রোগীদের সেগুলো কিনতে হচ্ছে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিদিন সেখানে গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকেন। এ ছাড়া বহির্বিভাগে বহু রোগী ভিড় জমান। এসব রোগীর পক্ষে ওষুধ ও চিকিৎসাসামগ্রী বাইরের ফার্মেসি থেকে কেনা কঠিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর মজুত কম। তবুও চেষ্টা থাকে জনগণের কষ্ট লাঘবের।
- বিষয় :
- ওষুধ