টেকনাফের অপহৃত সেই ব্যক্তি ছাড়া পেলেন ৩২ ঘণ্টা পর

ছাড়া পাওয়া মোহাম্মদ শাকের আহমদ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫ | ১৮:২১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ | ২০:৫৮
কক্সবাজারের টেকনাফে ফজরের নামাজ পড়তে বের নিখোঁজ মোহাম্মদ শাকের আহমদকে (৬০) মুক্তিপণ দাবির ৩২ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর কম্বনিয়াপাড়া এলাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। মোহাম্মদ শাকের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার ঘোনাপাড়ার বাসিন্দা।
মোহাম্মদ শাকেরের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সোমবার ফজরের নামাজ পড়তে বের হয়ে তার বাবা নিখোঁজ হন। পরে রাতে তারা মা হাসিনা বেগম এ ব্যাপারে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেন। তারপর পুলিশ উদ্ধারে অভিযান শুরু করে। তবে আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কম্বনিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তরা তার বাবাকে ছেড়ে যায়। মুক্তিপণের জন্য তার বাবাকে নির্যাতন করা হয়েছে বলে জানান তিনি।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, 'খবর পেয়ে অপহরণের শিকার শাকেরকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করে। তবে মঙ্গলবার অপহৃত ব্যক্তিকে দুর্বৃত্তরা ছেড়ে দেয়।' মুক্তিপণ দাবির কথা তিনি শুনেছেন বলে জানান। প্রাথমিক চিকিৎসা শেষে মোহাম্মদ শাকেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানান ওসি।
তবে মোহাম্মদ শাকেরকে ছেড়ে দেওয়ার জন্য মুক্তিপণ দিতে হয়েছে কিনা- তা নিশ্চিত হওয়া যায়নি।