কোটচাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু

সিলিন্ডার বিস্ফোরণে ঘরটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫ | ২২:০২
ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ড-সংলগ্ন এক কারখানায় মঙ্গলবার বিকেলে সিলিন্ডার বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন।
তারা হলেন- উপজেলার সিঙ্গিয়া গ্রামের রাম ও একই গ্রামের মিল্টন আলী। আহত শ্রমিক আলমগীর হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুস সালাম জানান, কাঠে নকশা করার কারখানাটিতে শ্রমিকরা সিলিন্ডারের মাধ্যমে কাঠের টেম্পারিং করছিলেন। এক পর্যায়ে সেই বয়লারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দু’জন। ঘরটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।