ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগের অফিস থেকে মরদেহ উদ্ধার

আ.লীগের অফিস থেকে মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫ | ১৮:৫৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ | ১৯:০০

কিশোরগঞ্জের ভৈরবে পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয় থেকে শামীম মিয়া (৩৭) নামে এক পিঠা বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার স্থানীয়রা ভৈরব বাজারের হলুদপট্টি এলাকার আওয়ামী লীগ কার্যালয়ের যুবলীগের কক্ষে লাশটি দেখে থানায় খবর দেন। দুপুর ২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, শামীমের বাড়ি কুলিয়ারচরে। তিনি পিঠার ব্যবসা করতেন। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আওয়ামী লীগের কার্যালয়টি ৫ আগস্ট ব্যাপক ভাঙচুরের শিকার হয়। তখন থেকে এটি পরিত্যক্ত অবস্থায় আছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×