বাল্যবন্ধুদের সঙ্গে শৈশবে ফিরলেন মির্জা ফখরুল

শৈশবের বন্ধুদের অনুরোধে কবিতা আবৃত্তি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫ | ০৯:৩৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাল্যবন্ধুদের কাছে পেয়ে গতকাল বুধবার যেন ফিরে গিয়েছিলেন নিজের শৈশব-কৈশোরে। ঠাকুরগাঁও শহরের জগন্নাথপুর এলাকার হাওলাদার হিমাগার চত্বরে গতকাল মিলনমেলার আয়োজন করেন তাঁর বাল্যবন্ধুরা। সেখানে গিয়ে শৈশব-কৈশোর কাটানো বন্ধুদের সঙ্গে হাসি-ঠাট্টা, গান-আড্ডায় মেতে ওঠেন প্রখ্যাত এ রাজনীতিবিদ।
অনুষ্ঠানে স্কুলজীবন ও কৈশোরের স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল ইসলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনান বন্ধুদের। প্রয়াত বন্ধুদের স্মরণ করে এক পর্যায়ে আবেগ আপ্লুতও হয়ে পড়েন। তিন বলেন, আমার ঘনিষ্ঠ বন্ধু কুদ্দুস আমাদের মধ্যে থেকে অনেক আগেই চলে গেছে। মনোয়ার চলে গেছে, অথচ যার সঙ্গে দিনে একবার দেখা না হলেই খারাপ লাগত। শিক্ষকদেরও স্মরণ করেন তিনি।
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজ আমি শৈশব-কৈশোর, স্কুল ও কর্মজীবনের সহযোগী অনেকের সঙ্গে আড্ডা দিলাম। মনে হলো, নতুন জীবন ফিরে পেলাম। এ দিনটির কথা বহু দিন মনে থাকবে।’
- বিষয় :
- বিএনপি
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ঠাকুরগাঁও